মাঘ-ফাল্গুনের হাওয়ার সঙ্গে আগুনের একটা যোগ আছে। শীতে শুকিয়ে থাকা খড়কুটো, শুকনো পাতায় আগুন লাগে সহজে আর মাঘ-ফাল্গুনের বাতাসে সে আগুন বেগ পায় নিমেষে। গত পাঁচ সপ্তাহে মাঘ-ফাল্গুনের আগুনে পুড়েছে পানবরজ,
পাটগুদাম, বাজার, দোকান, শ্রমিক কলোনি, কারখানা, বস্তি, সরকারি হাসপাতাল, গ্যাসপাইপ, এমনকি সুন্দরবন। মানুষের মৃত্যুর খবরও আছে। আছেন তালিকায় শিশু, পক্ষাঘাতগ্রস্ত প্রবীণ, কারখানায় আটকে পড়া নিয়োগপত্রবিহীন শ্রমিক।