জাতীয় দল নিউজিল্যান্ডে। আর ৪৮ ঘণ্টা পর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে পুরো জাতীয় দলের বহররের ক্রিকেটাররা ইচ্ছে মত চলাফেরা করতে পারবেন, একসঙ্গে অনুশীলন করতে পারবেন। ১২ দিন পর ব্ল্যাক ক্যাপ্সদের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। এমন সময়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরদের সবার চোখ, মন সবই নিউজিল্যান্ডে।
কিন্তু এর মধ্যেও রোববার বিকেলে একটি খবর ক্রিকেট পাড়ায় সাড়া জাগিয়েছে। রকিবুল হাসান যদিও মুখ ফুটে স্বীকার করছেন না। তার কথা ছিল, ‘আমি কোন উকিল নিয়োগ করিনি। খালেদ মাহমুদ সুজনকে কোন আইনী নোটিশও পাঠাইনি।’