ভিডিও স্টোরি: স্বাধীনতার ৫০ বছর, অগ্রযাত্রায় নারীরা, রয়েছে কুসংস্কার, বিধি নিষেধ ও বাঁধা
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১৯:৩০
স্বাধীনতার ৫০ বছরে দেশে নারীদের কর্মংস্থান বেড়েছে ২৬ ভাগ। বর্তমানে কৃষি, তৈরি পোশাক, ব্যাংক-অফিস আদালতসহ কর্মক্ষেত্রে রয়েছে ৩৬ ভাগ নারী। অর্থনীতিবিদরা বলছেন, যে তিনটি খাত বাংলাদেশের উন্নয়নে বেশি ভূমিকা রেখেছে তার সবগুলোতেই নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। যদিও কুসংস্কার, সামাজিক বিধি নিষেধ আর নিরপাত্তাহীনতা নারীর অগ্রযাত্রায় পাহড়সম বাধা হিসেবে কাজ করছে।