৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) আসনবিন্যাস ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পূর্বনির্ধারিত সময়েই ১৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে। ৪১তম বিসিএস পরীক্ষা পরিচালনার নির্দেশনাও প্রকাশ করেছে পিএসসি।
৪১তম সাধারণ বিসিএস পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য নতুন কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন বিবেচনা করা হবে না।