বছর খানেক আগে ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে বসবাস শুরু করেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেঘান মারকেল। টেলিভিশনের উপস্থাপক অপরাহ উইনফ্রে'কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ রাজ পরিবারে থাকার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তারা।
মেঘান মারকেল বলেছেন, তার সন্তান আর্চি'র গায়ের রঙ নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, মেঘানের মা ছিলেন কৃষ্ণাঙ্গ এবং বাবা শ্বেতাঙ্গ। মেঘানের দাবি, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যের সঙ্গে বিয়ের আগে তিনি সরল ছিলেন।