বিশ্বের মহৎ কাজগুলোতে নারীরাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদের দেশেও একই চিত্র লক্ষ করা গেছে। বায়ান্নর ভাষা আন্দোলনে, ২১শে ফেব্রুয়ারি নারীরাই প্রথম পুলিশের ব্যারিকেড ভেঙে ১৪৪ ধারা অমান্য করে মিছিল করেছিল। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীদেরও রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর গুরুত্বপূর্ণ অংশগ্রহণ থাকা সত্ত্বেও সেগুলোর প্রচার এখনো আশানুরূপ নয়। নতুন প্রজন্মের কাছে নারীদের এই অসামান্য কীর্তিগাথা তুলে ধরার এখনই সময়।