তিক্ত শৈশব ভোলার আকুতি তাসনুভাকে দিয়েছে রূপান্তরের শক্তি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ০৯:৪০
শৈশব মানে অতীতের কাছে জমা রেখে আসা সোনালী উচ্ছ্বাস, যে স্মৃতিকে পরম সম্পদ মেনে মানুষ আগলে রাখে সমস্ত জীবন। তবে কারও কারও কাছে সেই শৈশবস্মৃতি এক বিভীষিকার নাম। কখনোই তারা ফিরে যেতে চান না তিক্ত শৈশবের স্মৃতিতে। রূপান্তরিত নারী (ট্রান্সজেন্ডার) তাসনুভা আনান শিশির এমনই একজন, শৈশবে যার নাম ছিল কামাল হোসেন।