উচ্চশিক্ষার স্বপ্নের আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের লাখো শিক্ষার্থী আবেদনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ্রহের কথা জানিয়ে দেয়। তাই ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই অনুযায়ী আবেদন গ্রহণ আজ সোমবার (৮ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে।
এদিন বিকেল ৫টায় প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আবেদনগ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করবেন ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া ৮ মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। একইসঙ্গে আবেদনের টাকা জমা দেয়ার শেষ তারিখ ১ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১ টা ৫৯টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে