‘আমার ওপর বাবা-মায়ের আস্থা আছে। আমি এখন আওয়াজ তুলতে আত্মপ্রত্যয়ী,’ বলছিলেন কুড়িগ্রামের ১৯ বছর বয়সী সাদিয়া, এই তরুণী বাল্যবিবাহ রোধে তাঁর কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এই যাত্রা যখন শুরু, তখন তাঁর বয়স ১৬ বছর। বান্ধবীর বিয়ের আয়োজনের কথা জানতে পেরে অন্য বন্ধুদের নিয়ে তিনি তাঁর ওই বান্ধবীর বাড়িতে গিয়ে বিয়ে থামাতে পরিবারকে রাজি করান।
‘কাজটি মোটেও সহজ ছিল না। তার বাবা-মা ভেবেছিলেন, অল্প বয়সে বিয়ে দিতে পারলেই মেয়ের জন্য ভালো হবে। আমরা তাঁর বাবা-মাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করি, যেন সে তার পড়ালেখা শেষ করতে পারে।’