২০২১ সালে একটি ভিন্ন মাত্রায় এসেছে ঐতিহাসিক ৭ই মার্চ। এখন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালিত হচ্ছে। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি আর গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এক অজ্ঞাত কারণে এই বছর বিএনপি ৭ই মার্চ পালন করবে বলে ঘোষণা দিয়েছে।