হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুর এলাকায় অবস্থিত খোয়াই নদীর বাঁধ এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এ অবস্থায় বিপথগামী হচ্ছে যুবসমাজ। পাশাপাশি এলাকায় বাড়ছে অপরাধ প্রবণতা। জানা যায়, গোবিন্দপুর গ্রামের আবিদ নুর নামে এক ব্যক্তি খোয়াই নদীর বাঁধে গড়ে তুলেছেন বিশাল কলাবাগান। ওই বাগানের ঝোপ-ঝাড়ে প্রতিদিন বসে মাদক সেবনের আসর।
উঠতি বয়সী যুবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকসেবন করে থাকেন। দুর্গম এলাকা হওয়ায় সহজে আইনশৃংঙ্খলা বাহিনী পৌঁছাতে পারেনা এখানে। এ সুযোগে মাদকসেবীরা নিরাপদ আস্তানায় পরিণত করেছে ওই বাগানটিকে। বিশেষ করে হবিগঞ্জ শহরের উঠতি বয়সের যুবকরা ওই আস্তানায় যোগ দেয় প্রতিনিয়ত। মাদক সেবনের পাশাপাশি সেখানে চলে জুয়ার আসর।