ছয় ফুটের বেঞ্চ হলে বসবে দুজন শিক্ষার্থী

প্রথম আলো প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১২:৩৭

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৫৩। শিক্ষক ৫২ জন। শ্রেণিকক্ষ ৪৩টি। করোনাকালে ৩০ মার্চ থেকে কীভাবে শ্রেণি কার্যক্রম চলবে, তার একটি পরিকল্পনা সাজিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে একই শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের একাধিক ভাগে ক্লাস নেওয়া, শ্রেণিকক্ষে ছয় ফুটের বেঞ্চে দুজন করে এবং চার ফুটের বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো। দুই বেঞ্চের মাঝে একটি বেঞ্চ ফাঁকা থাকবে।

পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে—এমন নির্দেশনা আগেই দিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। এটি বিবেচনায় নিয়ে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, প্রথম থেকে চতুর্থ, ষষ্ঠ থেকে নবম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে আনা হবে, যাতে অন্তত দুটি শ্রেণির বেশি শিক্ষার্থীদের একই দিনে আসতে না হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us