খুলনায় নির্মাণাধীন ১৫তলা বিশিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার স্থাপনার কারণে পার্শ্ববর্তী অন্তত ১৫টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তামূলক ব্যবস্থা না নেয়ার কারণেই ভবনগুলো ধসের আশঙ্কায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।
শনিবার খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নগরীর ২ নম্বর মির্জাপুর রোডের বাসিন্দা জিএম আব্দুস সাত্তার। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাহনাজ পারভীন।