বিচ্ছিন্নতার দায় এড়িয়ে কৌশলী ঘোষণা

সমকাল মো. আবদুর রহিম প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১১:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজ নানা আঙ্গিকে আলোচিত হচ্ছে। ৭ মার্চের ভাষণের পূর্বাপর বিশ্নেষণ করলে সবকিছুই পূর্বনির্ধারিত ছিল বলে ভুল হতে পারে। আসল কথা হলো, 'সেই সত্য যা রচিবে তুমি'। পরাধীন দেশে জন্ম নেওয়া শেখ মুজিব শৈশবকাল থেকেই মুক্তির স্বপ্ন লালন করেছেন। ব্রিটিশ শাসনের অবসানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত মুক্তি এলো না। তার জন্মভূমি নতুন করে পরাধীন হলো। কলকাতায় বসেই তিনি তার কর্মপন্থা নির্ধারণ করে ফেললেন। সে কারণে ঢাকায় এসে তিনি কোনো বাসাবাড়ির সন্ধান না করে রাজনৈতিক এক ওয়ার্কিং ক্যাম্পের ঠিকানার সন্ধান করলেন। দেশভাগের মাত্র ৭ মাসের মাথায় ভাষার প্রশ্নে গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে মুজিব বাঙালির মুক্তির সংগ্রামের সূত্রপাত করেন। তিনি নিয়মতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ধাপে ধাপে অভীষ্ট লক্ষ্যে অগ্রসর হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us