হিমালয় থেকে হারিয়ে যাচ্ছে অসংখ্য পাখি, বলছে সমীক্ষা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২১, ১০:৩৪
হিমালয়ের গহীন জঙ্গল মানেই রহস্যে ঘেরা। আর হিমালয়ের বুকে বাস করে অসংখ্য নাম না জানা প্রাণী। পশু-পাখির হাজার রকমের প্রজাতি টিকে আছে পশ্চিম হিমালয়ের ঘন জঙ্গলে। তার পরেও গবেষকরা চিন্তিত। বিশেষ করে সাম্প্রতিক এক সমীক্ষায় গবেষকরা জানতে পেরেছেন,
বিশ্ব জীবতন্ত্রের আঁধার এই হিমালয়ের বুক থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে অসংখ্য পাখি। দেরাদুনের সেন্টার ফর ইকোলজি, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ, হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির গবেষকরা যৌথ উদ্যোগে ওই সমীক্ষা চালিয়েছেন।