৭ মার্চ বঙ্গবন্ধুর প্রথম বিপ্লবের সাক্ষ্যবহ। বাংলাদেশকে স্বাধীন করায় বঙ্গবন্ধুর দুই যুগের যে পথ পরিক্রমা তার ঘটনাবহুল ক্যালেন্ডারে সর্বশেষ ল্যান্ডমার্ক এই তারিখটি। এ দিন ঐতিহাসিক রেসকোর্সে লাখ লাখ মানুষের জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন চূড়ান্ত অসহযোগ আর মুক্তির সংগ্রামের।