আমাদের পূর্বসূরিরা কখনোই হয়তো ভাবতে পারেননি, একদিন এই পৃথিবীতে বোতলে ভরে বিক্রি হবে বাতাস। কিন্তু শিল্পোন্নয়নের অজুহাতে এই গ্রহের বায়ুমণ্ডল আমরা এতটাই বিষাক্ত করে ফেলেছি, বোতলজাত নির্মল বাতাসও এখন এক অস্তিত্বশীল ব্যবসা।
সম্প্রতি যুক্তরাজ্যের একটি কোম্পানি অনলাইনে বিতর্কের সৃষ্টি করেছে নির্মল ‘উপকূলীয় টাটকা বাতাস’ ভর্তি কাঁচের বোতল বিক্রি করে। প্রতি বোতল তারা বিক্রি করেছে ১০৫ ডলার (প্রায় ৯ হাজার টাকা) পর্যন্ত।