বিড়ালের কামড়ের মুখে উড়োজাহাজের জরুরি অবতরণ

প্রথম আলো প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১৯:০৯

চেকইন, ইমিগ্রেশন, বোর্ডিং সবই হয় নির্বিঘ্নে। যাত্রীরা চেপে বসেন উড়োজাহাজে। নিরাপদে উড্ডয়নও করে উড়োজাহাজটি। এরপরই বাধে বিপত্তি। মধ্য আকাশে থাকা অবস্থায় হঠাৎই ককপিটে বিড়ালের হামলা। আক্রান্ত হন পাইলট। বাধ্য হয়ে তিনি দ্রুত উড়োজাহাজটির জরুরি অবতরণ করান। পাইলট আক্রান্ত হলেও যাত্রীরা ছিলেন নিরাপদে।

ঘটনাটি আফ্রিকার দেশ সুদানে। আল–সুদানি নিউজের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বুধবার কাতারের উদ্দেশে ছেড়ে যায় টারকো এভিয়েশনের একটি উড়োজাহাজ। তবে উড্ডয়নের আধা ঘণ্টার মধ্যে উড়োজাহাজটি আবারও বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের সংকেত দেন পাইলট। যাত্রীসহ নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us