শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারন করার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে। সিলেট নগরীর এক মেসে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল (শুক্রবার) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিম ছাত্রী গোসলের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে।
পরবর্তীতে বাথরুমের ভেন্টিলেটরের দিকে ফোনের ফ্লাশলাইটের আলো জ্বলতে দেখলে ভিকটিম ওই ছাত্রী চিৎকার দেয়। এ সময় অজ্ঞাতনামা ওই যুবক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডিকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশি সহায়তায় সন্দেহভাজন কয়েকজনকে জেরা করে কিছু মোবাইল ফোন জব্দ করা হয়।