‘যারা ট্রেলার দেখেই সমালোচনায় মেতেছেন তারা সিনেমার কি বুঝে? তারা সিনেমার ব্যাকরণ কিছু জানে? ট্রেলার তাদের ভালো না লাগলে তাতে আমার কি। তারা অনভিজ্ঞ সিনেমার ব্যাপারে’- এভাবেই ট্রেলারের সমালোচনার কড়া জবাব দিলেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি। দীঘিকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ঝন্টু। এটাই হতে যাচ্ছে ছোট্ট সেই দীঘির নায়িকা হয়ে আবির্ভাবের সিনেমা। তাই প্রত্যাশা ছিলো আকাশ ছোঁয়া। কিন্তু ট্রেলার দেখেই হতাশ হয়ে পড়েছেন সিনেমাপ্রেমীরা।