মামলায় মেগানের জয়ের খবর দ্য মেইল কে ছাপাতে হবে প্রথম পাতায়
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১৭:৪৭
ব্রিটিশ পত্রিকা দ্য মেইল এর বিরুদ্ধে ‘প্রাইভেসি’ মামলায় জিতেছেন মেগান মার্কল। লন্ডন হাই কোর্টের একজন বিচারপতি পত্রিকাটিকে মেগানের ওই জয়ের খবর রোববার তাদের প্রথম পাতায় ছাপানোর আদেশ দিয়েছেন।