গোলাপ সবারই বেশ পছন্দের একটি ফুল। প্রিয় কাউকে ফুল দেয়ার কথা মাথায় আসলেই চোখের সামনে সর্বপ্রথম গোলাপ ফুলটি ভেসে ওঠে। সবচেয়ে সুন্দর ও সুঘ্রাণযুক্ত এই ফুলটি শুধু দেখতেই সুন্দর নয়, গুণেও অনন্য। গোলাপের শুকনো পাপড়ির দারুণ দশটি ওষুধি গুণ রয়েছে।
চলুন এর গুণাবলী ও ব্যবহার সম্পর্কে জেনে নেয়া যাক- >> ডায়রিয়ার প্রকোপ কমাতে উপকারী শুকনো গোলাপের পাপড়ি। >> ডায়রিয়ার পাশাপাশি কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা দূর করতে উপকারী ভূমিকা রাখে শুকনো গোলাপের পাপড়ির গুঁড়া।