বিক্রি হচ্ছে প্রথম টুইট ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’
প্রকাশিত: ০৬ মার্চ ২০২১, ১৬:৪৭
টুইটারে প্রথম টুইটটি করেছিলেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। ২০০৬ সালের মার্চে করা ওই টুইটে তিনি লিখেছিলেন, “জাস্ট সেটিং আপ মাই টুইটার”। এখন এসে ওই টুইটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম টুইটটি ‘নন-ফিগারেবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি করতে চাইছেন ডরসি। এ সংক্রান্ত এক ওয়েবসাইটে অভিনব ডিজিটাল স্বাক্ষর শ্রেণীতে নিজের প্রথম টুইটটিকে শুক্রবার তালিকাভুক্ত করেন তিনি। তালিকাভুক্তির পর সেটির লিংক টুইট করেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা।