জাপানের রাজধানী টোকিওর আকাশে খুব নিচু দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টারের ওড়াউড়ি বন্ধ করতে জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুশীল সমাজ। টোকিওর আকাশসীমায় কেন অতি নিচু দিয়ে এসব হেলিকপ্টার নিয়মকানুন ভেঙে ওড়াউড়ি করে তা তদন্ত করার জন্যও তারা জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এজন্য সুশীল সমাজ লিখিতভাবে আবেদন ও প্রতিবাদলিপি দিয়েছে। তারা হেলিকপ্টারের এ ধরনের বিপজ্জনক ওড়াউড়ি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, মার্কিন হেলিকপ্টারের নিচু দিয়ে ওড়ার কারণে শব্দদূষণ হচ্ছে এবং দুর্ঘটনা ঘটলে সাধারণ নাগরিকদের মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, সম্পদের ক্ষয়ক্ষতিও হতে পারে।