ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট (২০৫) হয়েছে আগেই। ঋষভ পন্তের ঝড়ের পর ওয়াশিংটন সুন্দরের দৃঢ়তায় ভারত প্রথম ইনিংসে তুলেছে ৩৬৫। অর্থাৎ চলতি আহমেদাবাদ টেস্টে এখনো দুটি ইনিংস বাকি। এ দুই ইনিংসে তো রেকর্ডটি হয়েও যেতে পারে!
ব্যাটসম্যানদের কথা ভাবলে অবশ্যই গৌরবের কিছু নয়। ব্যাটিং অর্ডারের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের কেউ নিশ্চয়ই শূন্যের রেকর্ড বুক ফুলিয়ে বলবেন না। কিন্তু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের গতি তো সেই পথেই বেগবান। রেকর্ডটি ভাঙতে দরকার আর মাত্র ৪টি ‘ডাক’—মানে, শূন্য রানে আউট হওয়া আরকি।