বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছিল একটি স্বাধীন দেশ গঠনের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন এবং ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মানবাধিকার ও সামাজিক সাম্য তথা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরুর পর নানা বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ এখন ধারাবাহিক উন্নয়নের পথে অবস্থান করছে। ফলে আমরা একটি ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে পারছি। এই ধারাবাহিকতার কারণেই জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তথা উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করার পর্যায়ে বাংলাদেশ উপনীত হয়েছে। এই ঘোষণাটা এই সময়ে এলো, যখন চলতি বছরেই বাংলাদেশ তার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। তবে যে বাধা-বিপত্তি আমাদের পেরিয়ে আসতে হয়েছে, তা আমাদের সামনে থেকে সরে গেছে বলে মনে করার অবকাশ নেই।