টিলা ও চা-বাগানের ভেতর দিয়ে উঁচুনিচু পথ। কোথাও খাড়া হয়ে ওপরে উঠে গেছে পথটি। আবার ঢালু হয়ে নেমেছে নিচে, সমতলে। পথের কোথাও ইট ও কাঁকর বিছানো।
কোথাও ধুলার গাঢ় স্তর জমে আছে। ভাঙাচোরা গর্ত স্থানে স্থানে। পাকা রাস্তা খুব সামান্যই। এ রকম অমসৃণ, অসমতল ও ঝুঁকিপূর্ণ পথে বাইসাইকেল চালিয়ে চলল একদল সাইক্লিস্ট।