‘সকলের সাথে সমৃদ্ধির পথে’—এ মূলমন্ত্রকে ধারণ করে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সরকার জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে সম্প্রতি। রূপকল্প-২০৪১-এর ওপর ভিত্তি করে প্রণীত ‘দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) বাস্তবায়নে গৃহীতব্য চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম পরিকল্পনা এটি, পাশাপাশি জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)’ বাস্তবায়নে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। আবার বাংলাদেশের ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ অনুমোদন-পরবর্তী প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাও এটি। এ পরিকল্পনা এমন এক সময়ে প্রণীত হলো, যখন বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণের বিজয় বার্তা নিয়েই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর শুরু হলো।