ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। বৃহম্পতিবার (০৪ মার্চ) রাতে ও শুক্রবার (০৫ মার্চ) ভোর রাতের দিকে শ্যামকুড় ও মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, ছয়জন নারী ও ছয়জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ ও ঝিনাইদহ জেলায়।