দুরবস্থায় নির্বাচন কমিশন

যুগান্তর মহিউদ্দিন আহমদ প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১১:৫৯

গত মঙ্গলবার ২ মার্চ ভোটার দিবস উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কিছু বাস্তব পর্যবেক্ষণ এবং মন্তব্যে একই মঞ্চে উপবিষ্ট প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা পরবর্তী বক্তা হিসাবে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুব তালুকদারকে টার্গেট এবং উদ্দেশ করে কিছু কঠোর মন্তব্য করেছেন।

মঙ্গলবার দুপুর থেকে টিভির খবরে এবং স্ক্রলে এ ‘বাহাস’ বিশেষ গুরুত্ব পায়। আর পরদিন বুধবারের প্রায় সব দৈনিক পত্রিকায়ও এ খবরটি প্রথম পৃষ্ঠায় স্থান করে নেয়। মঙ্গলবার সন্ধ্যায় বিবিসি বাংলা অধিবেশনেও খবরটি শুনেছি।

আমাদের নির্বাচন কমিশনগুলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই গুরুত্ব পেয়ে আসছে। এ পর্যায়ে বঙ্গবন্ধুর দূরদর্শিতার কৃতিত্ব দিতেই হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি ঠিকই বুঝলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্য একটি যুগোপযোগী সংবিধান অতি জরুরি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us