ডোনাল্ড ট্রাম্প এবং টেমিং অব দ্য শ্রু

কালের কণ্ঠ মৌরিন দাউদ প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ১১:৫৩

শেকসপিয়ার কি একজন নারীবিদ্বেষী ছিলেন? ‘দ্য টেমিং অব দ্য শ্রু’কে কি পাঠতালিকা থেকে বিদায় দেওয়া উচিত? বইটির শেষান্তে কেইটের আত্মসমর্পণের ধ্রুপদি বাণী শোনার পর! কেইটের ভাষ্য নারীরা স্বামীর সম্পত্তি (তাদের জিম্মাধীন) অথবা সার্বভৌম; তার ভাষ্য, স্ত্রীদের উচিত তাদের যা কিছু আছে তা স্বামীদের পায়ের তলায় সমর্পণ করা।

এ বক্তব্যকে কি আপসে মেনে নেওয়া যায়, যদি কেইট শেষ পর্যন্ত একটা চোখটিপ দেয়, মেরি পিকফর্ডের মতো; পিকফর্ড ১২২৯ সালের একটা ছবিতে ডগলাস ফেয়ারব্যাংকের সঙ্গে যেমনটা করেছিলেন! অথবা কেইট যদি শেষান্তে শ্যাম্পেইনকে বিষাক্ত করে দেয় (সায়ানাইড মিশিয়ে)?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us