দিল্লি-মুম্বই নয়, বাসযোগ্য সেরা শহর এটিই

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ মার্চ ২০২১, ০৭:৫৩

এই সময় ডিজিটাল ডেস্ক: এ যেন শহরে শহরে লড়াই। কোন শহর সবথেকে বাসযোগ্য? এ নিয়েই কার্যত যেন প্রতিযোগিতার আসর। আর তাতেই বাজিমাৎ করে ফেলল টেক সিটি বেঙ্গালুরু। সরকারের সুগম জীবনযাত্রা (Ease of Living Index)-র তালিকায় এবার বাসযোগ্যতার নিরিখে সেরা শহর বেঙ্গালুরু। দ্বিতীয় স্থানে রয়েছে পুনে। তৃতীয় স্থানে রয়েছে আমেদাবাদ। চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে সুরাট। তারপরই তালিকায় ঠাঁই পেয়েছে নভি মুম্বই, কোয়েম্বাটুর, ভাদোদরা, ইন্দোর এবং গ্রেটার মুম্বই।

অন্যদিকে, ১০ লাখের কম জনসংখ্যার শহরের তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়কমন্ত্রী হরদীপ সিং পুরী। এই তালিকায় এক নম্বর জায়গা অর্জন করেছে সিমলা। দ্বিতীয় স্থানে রয়েছে ভুবনেশ্বর, তৃতীয় সিলভাসা। এরপরই এই তালিকায় রয়েছে অন্ধ্রের কাঁকিনাড়া, সালেম, ভেলোর, গান্ধীনগর, গুরুগ্রাম, দাভানগেরে, তিরুচিরাপল্লি। এই তালিকায় একেবারে নীচে জায়গা পেয়েছে মুজফফরপুর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us