সক্ষমতা বাড়াতে বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করতে চায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেড। পারপেচুয়াল বন্ড ছেড়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে এ অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। বর্তমানে পূবালী ব্যাংকের উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে প্রতিষ্ঠানের ৩১ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬ দশমিক ৯১ শতাংশ শেয়ার।