নারীদের জন্য অজুখানাসহ পৃথক নামাজের ব্যবস্থা জরুরি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ২০:০৩
হাইওয়েসহ রাস্তার পাশের মসজিদগুলোতে নারীদের জন্য পৃথক বাথরুম ও অজুখানাসহ ছোট্ট নামাজঘরের প্রয়োজনীয়তা দিন দিন তীব্র হচ্ছে।
অনেক সময় দেখা যায়, কোনো ধর্মপ্রাণ দম্পতি বাইরে বের হয়েছেন। সঙ্গীয় পুরুষ ঠিকই নামাজ পড়ছেন, কিন্তু নারী ইচ্ছা থাকা সত্ত্বেও নামাজ আদায় করতে পারছেন না- শুধু জায়গার অভাবে। তাই মসজিদে মসজিদে নারীদের পৃথক নামাজের জায়গা থাকা জরুরি।