জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা তাদের নজরদারির তালিকায় দেশটির উপ্রপন্থী অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) অন্তর্ভুক্ত করেছে। বুধবার দেশটির সরকারি টেলিভিশন নেটওয়ার্ক এআরডির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, এএফডির গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক লক্ষ্যে চালানো তৎপরতার ‘সন্দেহজনক অভিযোগের’ পর্যাপ্ত প্রমাণ থাকায় তাদের নজরদারির আওতায় আনা হয়েছে।