চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২১৫ প্রজাতির পাখি রয়েছে। এসব প্রজাতির পাখি ছাড়াও ১৭ প্রজাতির ব্যাঙ, ৫৬ প্রজাতির সরীসৃপ ও ২০ প্রজাতির স্তন্যপায়ীর আবাসস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।বন মোরগ, মথুরা, সবুজ তাউরা, কাঠ শালিক, রেড হেডেড, ভিমরাজ, হাঁড়িচাচা, কাবাসি, চন্দনা টিয়া, মদন টিয়া, কানাকুয়া, শিসধামা, হলদে বক, মালকোহা, পাকড়া মাছরাঙা, বসন্ত বাউরি, রুপাস নেকড, বেনেবউ এবং মৌটুসিসহ ২১৫ প্রজাতির পাখির আবাসস্থল এই ক্যাম্পাস।