জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী অর্ষা। নতুন নাটকে জুটি বেঁধেছেন তারা। তাদের দেখা যাবে রোমান্টিক আমেজের ‘অতঃপর যা হলো’ নামের নাটকে। এটি নির্মাণ করা হয়েছে ইটিভির জন্য। এতে আরও অভিনয় করেছেন জিদান সরকার, ফারিয়া, সেলিম রেজা, ডা. হীরা, ডা. আমিন প্রহর সরকার প্রমুখ।
নাটকের রচনা ও পরিচালনায় আছেন আলী সুজন। পারাবত টেলিমিডিয়া প্রযোজিত নাটকটি প্রচার হবে আগামী শনিবার (৬ মার্চ) ইটিভিতে রাত ১০টায়। পরিচালক নাটকটির গল্প সম্পর্কে বলেন, পুলিশ ইন্সপেক্টর মারুফের ছোটবোন জুলি ও সাংবাদিক রাইসার ছোট ভাই রাহুল পালিয়ে বিয়ে করে হানিমুনে যায় সিলেট।