শেরপুরের নকলা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক দোকানমালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও র্যাব-১৪ যৌথভাবে এ অভিযান চালায়।
র্যাব-১৪-এর কমান্ডার এএসপি এম এম সবুজ রানা জানান, নকলা শহরের মধ্যবাজারের আনোয়ারা স্টোর নামের একটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। সেখান থেকে প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।