কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অকপট স্বীকারোক্তি, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু সেই স্বীকারোক্তির পাশাপাশি তাঁর মূল্যায়ন, সেই সময়কার ঘোষিত জরুরি অবস্থার সঙ্গে আজকের বাস্তব পরিস্থিতির মৌলিক পার্থক্য রয়েছে। জরুরি অবস্থা জারি করলেও ইন্দিরা গান্ধী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকীকরণ করেননি।