নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদ্যাপন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ক্যান্টারবুরি বিশ্ববিদ্যালয় (বিএসএইউসি)। গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় জ্যাকমান অডিটরিয়াম ডাভডেল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল একটি বহু সাংস্কৃতিক ও অবিচ্ছেদ্য সমাজ গঠনের, যে সমাজে সব ভাষা ও সংস্কৃতির মানুষ তাদের মাতৃভাষাকে সম্মান করবে।
১৯৫২ সালে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য একটি বিশেষ প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কর্মসূচির প্রথম অংশে ছিল বিএসএইউসিএর কোষাধ্যক্ষ মৌটুসী তানহার স্বাগত বক্তব্য। তিনি তাঁর বক্তব্যে দিনটির ঐতিহাসিক পটভূমি স্মৃতিচারণা করেন এবং বাঙালিদের জীবনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।