মেলায় আসছে প্রিয়তীর বই ‘কণ্টক শয্যা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ১৬:৫৯

এবারের বইমেলায় আসছে পাইলট, মডেল মাকসুদা আখতার প্রিয়তীর তৃতীয় বই ‘কণ্টক শয্যা’। আমাদের জীবন স্বল্প সময়ের এবং নির্দিষ্ট। সবাই যার যার নিজস্ব ব্যক্তিত্বের স্বতন্ত্রতা নিয়ে কোনো না কোনো উদ্দেশ্য থাকে বা লক্ষ্যে থাকে। সেই উদ্দেশ্যের আকার, ঘনত্ব শুধু ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে। ছোট-বড় হয়। জীবনের চলতিপথে আমরা নানা-মানুষের সাক্ষাৎ পাই, কেউ ক্ষণস্থায়ী, কেউ দীর্ঘস্থায়ী। কেউ আশীর্বাদ হয়ে আসে, কেউ আঘাত-ক্ষত নিয়ে আসে।

সেই সব আঘাতে আমরা থেমে গেলেও, জীবনের গতি থেকে পিছিয়ে পড়লেও জীবন কিন্তু থেমে থাকে না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরও কিছু কিছু মানুষের আগমনে আমরা আমাদের গন্ত্যবের নকশা পর্যন্ত বদলিয়ে ফেলি, জীবনকে অর্থহীন ভাবতে শুরু করি, অজান্তেই নিজেকে নিজের কাছে মূল্যহীন বিশ্বাস করাতে উঠে-পড়ে লেগে পড়ি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us