বাড়ি, অলিগলি, বাজার, শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হাসপাতাল; যেখানেই যাই না কেন, কোনো না কোনো ভিক্ষুক এসে হাত পাতে। সেখানে পঙ্গু, অন্ধ, খোঁড়া এবং শারীরিকভাবে ভালো মানুষও আছে।
একজন সচ্ছল মানুষ হিসাবে যতটুকু পারি সাহায্য করি; কিন্তু এই সাহায্য তাদের জন্য যথেষ্ট নয়। কেননা পরদিনই আবার তাদের ভিক্ষার জন্য মানুষের দ্বারে উঁকি দিতে হয়, হাঁক দিতে হয়। কেন আমরা পারি না তাদের ভিক্ষাবৃত্তি থেকে রেহাই দিতে?