সংরক্ষিত নারী আসনে বসলে জেল-জরিমানা, ধারণা নেই অনেকেরই
প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৮:২৬
রাজধানীর শান্তিনগর থেকে গৃহিণী রাবেয়া ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসে ওঠার অপেক্ষায়। যাবেন কোর্ট এলাকায় (জনসন রোড)। তিনি ওঠার আগে হেলপারকে জিজ্ঞেস করলেন, সিট আছে কি-না? ‘হ্যাঁ’ বলতেই তিনি বাসে উঠে পড়লেন।
বাসে ওঠার পর দেখলেন সংরক্ষিত নয়টি আসনের (সিট) একটিও ফাঁকা নেই। এর মাঝে একটি আসনে একজন পুরুষ বসে আছেন। পাশ থেকে ড্রাইভার বললেন, ‘ভাই উঠে যান, ওই আপা বসবে।’ এদিকে ওই নারী যাত্রী হাতে একগোছা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। বাসভর্তি যাত্রী নিজেদের মতো বসে আছে।