জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সাড়ে ৫০০ রোগী আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ডায়রিয়া ওয়ার্ডের শয্যাসংখ্যা কম হওয়ায় হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে এসব রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৫০ শয্যার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যাসংখ্যা মাত্র আট। হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে হাসপাতালের মেঝেতে রোগীদের জায়গা দেওয়া হয়েছে।