সরকারি অর্থ ব্যয়ে জনগণের স্বার্থ নিশ্চিত করুন : রাষ্ট্রপতি
প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ২১:২০
সরকারের ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার সরকারি অর্থ ব্যয় করার ক্ষেত্রে জনগণের স্বার্থ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উত্থাপন করতে গেলে তিনি এ কথা বলেন।
পরে প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে বলেন, ‘সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি (রাষ্ট্রপতি) অমীমাংসিত অডিট আপত্তি সমাধানের জন্য অডিট কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দিয়েছেন।‘