নির্বাচন কমিশনার কবিতা খানম প্রশ্ন রেখেছেন, কোথাও কি সুষ্ঠু ভোট নেই? তিনি মনে করেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা উচিত।আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, ‘সকালে উঠেই একটি পত্রিকার শিরোনামে মনটা খারাপ হয়ে গিয়েছিল। ‘‘ভোটার আছে, ভোটার দিবস আছে, সুষ্ঠু ভোট নেই’’ কথাটা কি সার্বিকভাবে গ্রহণযোগ্য? কোথাও কি সুষ্ঠু ভোট নেই? আমি মনে করি, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টিও স্বীকৃতিতে আসা আবশ্যক। তা না হলে ভুল মেসেজ যায় জাতির কাছে।’