সরব প্রতিবাদ ও নীরব কান্না

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ০২ মার্চ ২০২১, ১৭:৪২

সরকার যারা চালাচ্ছেন তাদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ সব দিয়েছির দেশ, কিন্তু জনগণের কাছে আবার এই দেশ সব পেয়েছির দেশ নয়। তাই মাঝেমধ্যেই রাজপথে নামতে হয় তাদের। কদিন ধরে ঢাকাসহ দেশের রাজপথ মুখর হয়ে আছে স্লোগানে। এই স্লোগান দিচ্ছে যারা তারা রাষ্ট্রের কাছে কোনো আর্থিক সুবিধা চাইছে না। রাস্তায় নেমেছে যারা তারা তরুণ যুবক। তারা চায় তাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, তাদের ঘোষিত পরীক্ষাগুলো সময়মতোই নেওয়া হোক। রাষ্ট্রও তাদের পরীক্ষা নিতে চাইছে তবে পরীক্ষার হলে নয়, রাস্তায়। জলকামান, লাঠি, টিয়ার শেল নিয়ে দাঁড়িয়ে গেছে মুখোমুখি। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কটিতেই ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের ছাত্রছাত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ছাত্রছাত্রীরা প্রায় সব শহরে এই বিক্ষোভে অংশ নিয়েছে। তাদের একটা যুক্তি কোনোভাবেই এড়ানো যাচ্ছে না সব চালু এবং চলছে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ কেন? রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সংখ্যা কয়েক হাজার কিন্তু এদের দাবির সঙ্গে সহমত পোষণ করা ছাত্রছাত্রীর সংখ্যা কম নয়। পাবলিক বিশ্ববিদ্যালয়, ১০৬টি প্রাইভেট বা বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজসমূহের ৩১ লাখ ছাত্রছাত্রীর প্রায় সবাই এই দাবির সঙ্গে একমত বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us