১৫ থেকে ২০ বর্গফুট এলাকাজুড়ে পোড়া পাতার ছাই। তার মধ্যে উপুড় হয়ে পড়ে ছিল পুড়ে যাওয়া একজনের দেহাবশেষ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখনো ধোঁয়া উড়ছিল। তবে মরদেহটি এতটাই বিকৃত হয়ে গেছে যে দেখে শনাক্ত করার উপায় নেই। নিহত ব্যক্তি একজন পুরুষ, এ তথ্য ছাড়া কিছু সম্পর্কেই নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের দারিয়াপুর মধ্যপাড়া নবগঙ্গা নদীর তীরে একটি শ্মশানঘাটের পাশে। গতকাল সোমবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিকে শনাক্ত করতে ঘটনাস্থলের আলামতের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।