এই সময় ডিজিটাল ডেস্ক: বরাত জোরে বেঁচে গিয়েছে বঙ্গবাসী। ৩৬.৬ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠেও উষ্ণতম ফেব্রুয়ারির তকমা মেলেনি। তবে এবার হয়ত আর রক্ষে নেই। চলতি বছরের মার্চ মাস উষ্ণতার রেকর্ড ছুঁতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত মার্চ মাসে সর্বাধিক ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার রেকর্ড রয়েছে। তবে অতীতের এই হিসেবকেও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, বছরের দ্বিতীয় উষ্ণতম মাস হতে চলেছে ২০২১-এর মার্চ।
আলিপুর আবহাওয়া দফতর জানান দিচ্ছে, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বাধিক ৯৫ শতাংশ। বছরের এই তৃতীয় মাসেই গলদঘর্ম অবস্থা শহরবাসীর। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশবিদরাও।