ঢাকার সাভারে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে যায়। সোমবার রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যক্তিগত গাড়িটি ঢাকার দিক থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগেই গাড়িটি পুড়ে যায়। এ সময় মহাসড়ককে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে গাড়িটি সরানোর পর পুনরায় যান চলাচল শুরু হয়।